“ইসলামিক ফাউণ্ডেশন রূপগঞ্জ উপজেলার ফিল্ড সুপার ভাইজারের বদলী জনিত সংবর্ধনা”
রুপগন্জ (নারায়নগঞ্জ)প্রতিনিধিঃ
ইসলামিক ফাউণ্ডেশন রুপগন্জ উপজেলার ফিল্ড সুপার ভাইজার আলহাজ্ব মুফতি আবু সুফিয়ান এর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত ১০-০৮-২০২২ সকাল১০ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই বদলী জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।দীর্ঘ বৎসর পূর্বে উক্ত উপজেলায় ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপার ভাইজার হিসাবে যোগদানকরে সততা ও নিষ্ঠার মাধ্যমে উনার কর্মপদ্ধতি বাস্তবায়ন করেন।তিনি রুপগন্জ উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের সবচেয়ে সফল ফিল্ড সুপার ভাইজার হিসাবে ভূষিত হয়েছেন।বিধি মোতাবেক ও নিয়মিত বদলীর অংশ হিসেবে উনাকে পার্শ্ববর্তী উপজেলা আড়াইহাজারে বদলীকরা হয়।উপজেলা প্রশাসন রুপগন্জের পক্ষ থেকে সম্মানীত ইউ এন ও মহোদয় জনাব শাহ নুসরাত জাহান বিদায়ী সংবর্ধনা ক্রেস্ট উপহারদেন।রুপগন্জ উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের সকল শিক্ষক শিক্ষীকা এবং কেয়ার টেকার গণের পক্ষ থেকেও বিদায়ী সংবর্ধনা ক্রেস্ট এবং গিফটবক্স তুলে দেওয়া হয়। অনেক শিক্ষক শিক্ষীকা এবং কয়েকজন কেয়ার টেকার এসময় কান্নায় ভেঙে পড়েন তৈরি হয় এক আবেগঘন পরিবেশের। একেএকে সবাই অশ্রু সিক্ত নয়নে সালাম ও মুসাফার মাধ্যমে তাঁদের প্রিয় ফিল্ড সুপার ভাইজার আলহাজ্ব মুফতি আবু সুফিয়ানকে বিদায় জানান। সবার একটাই প্রত্যশা আবার যেন বদলী হয়ে তাঁদের প্রিয় স্যার আবার তাঁদের মাঝে ফিরে আসে।
Leave a Reply