কক্সবাজার জেলা কারাগারের জেল সুপারকে শরিয়তপুরে বদলি।
বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুরক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে কক্সবাজার থেকে শরীয়তপুর কারাগারে বদলি করা হয়।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, কক্সবাজার কারাগারে যোগদানের পর থেকে বন্দিদের ঘিরে সীমাহীন অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে নেছার আলমের বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, নেছার আলম কারাগারে মোবাইল বাণিজ্য, চিকিৎসা বাণিজ্য, বন্দি বিকিনিকি ও ক্যান্টিন খাবার বাণিজ্যসহ নানা অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। এসব অভিযোগে সম্প্রতি নেছার আলমকে ঢাকায় তলব করে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সঙ্গে কারাগারেও অভিযান চালায় দুদক। যদিও অনিয়ম-দুর্নীতির কথা বরাবরই অস্বীকার করে আসছেন নেছার আলম।
Leave a Reply