করিমগঞ্জে মাদক বিরোধী পথসভা
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী পথসভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর ১২ টায় উরদিঘী (মরিচখালী) বাজারে সচেতনতা মূলক মাদকবিরোধী এ পথসভা অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে গুনধর ইউনিয়ন যুবলীগের আয়োজনে জনসাধারণের মাঝে সচেতনতা মূলক মাদকবিরোধী আলোচনা করা হয়।কিশোরগঞ্জ জেলা মাদক বিরোধী সংগঠনের সভাপতি ইবনে আব্দুল্লাহ শাহজাহানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন গুনধর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু ছায়েম ভূঁইয়া রাসেল,উরদিঘী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম,গুনধর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খান,গুনধর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আঙ্গুর ভূঁইয়া,গুনধর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুরকান,করিমগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জুনায়েদ কবির,গুনধর ইউনিয়ন যুবলীগের সভাপতি জিল্লুর রহমান নয়ন, সাধারণ সম্পাদক আব্দুল খালেক,সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম শুভসহ অনেকে।বক্তাগণ মাদকের ভয়াবহতা সম্পর্কে বলেন, আজকে মাদকের ছোবলে সমাজের মারাত্বক অবনতি ঘটছে।শিক্ষার্থীরা এবং যুবক-তরুণরা মাদকে আসক্ত হয়ে পড়ছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ আইন শৃঙ্খলা বাহিনী প্রতিনিয়ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করলেও এর সঙ্গে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে না পারলে মাদকের করাল গ্রাস থেকে সমাজকে রক্ষা করা যাবে না।
Leave a Reply