1. admin@sottosongbad.com : admin :
কালীগঞ্জে ঝুঁকিপূর্ণ অবস্থায় বিএডিসি অফিস - রংপুর বার্তা
রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২, ১১:৫০ অপরাহ্ন

কালীগঞ্জে ঝুঁকিপূর্ণ অবস্থায় বিএডিসি অফিস

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৭৫ বার পঠিত

কালীগঞ্জে ঝুঁকিপূর্ণ অবস্থায় বিএডিসি অফিস

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডারে অবস্থিত পুরানা বিল্ডিংয়ে বিএডিসি (বীজ বিপনী ) অফিস কিন্তু ভবনের অবস্থা দেখলে গা শিউরে ওঠে এখানে প্রতিদিন প্রায় ৫ থেকে ৬ হাজার লোক বিভিন্ন সবজির বীজ ধানের বীজ পাটের বীজ সরকারিভাবে ক্রয় করার জন্য আসে কিন্তু যেকোনো সময় ওই বিল্ডিংটি ধসে যাওয়ার সম্ভাবনা আছে।

এ বিষয়ে মোহাম্মদ ইয়ানূর ইসলাম খান উপসহকারী পরিচালক বিএডিসি(বীজ বিপনী )তিনি জানান শত বছর পুরনো বিল্ডিং কোন কারেন্ট নাই এক বছর যাবত খুব খারাপ অবস্থায় তিনি আছেন সোনার নতুন কর্মকর্তাকে তিনি অবহিত করেছেন আরো বলেন তিনি এই অফিসে অনেক আতঙ্কের মধ্যে তাকে থাকতে হয়।

তিনি সরকারের কাছে হস্তক্ষেপ কামনা করে এই বিষয়ে আসাদুজ্জামান খান উপ-পরিচালক বিএডিসি(বীজ বিপনী ) জানান তারা খুব শীঘ্রই বিল্ডিং মেরামতের ব্যবস্থা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত  রংপুর বার্তা- ২০২২
Theme Customized By Dev Joynal