কালীগঞ্জে তিস্তা নদী হইতে অবৈধভাবে বালু উত্তোলণ করে আনার পথে,বাধা দেওয়ায় মা ছেলে কে মারধর
নিজস্ব প্রতিনিধি
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নে গত শুক্রবার এ ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা য়ায়,শহিদুল ইসলাম (৪৩), পিতা-মৃত আব্দুর রহমান, সাং- শালহাটি মোহালী,তিস্তা নদী হইতে অবৈধভাবে বালু উত্তোলণ করে আনার পথে,লিয়াকত আলী(৫৯),পিতা-মৃত-জহির উদ্দিন, এর বাড়ির আঙ্গিনায় বালু ছিটকে পরে, এমন সময় তার ছেলে বেলাল হোসেন এর চোখে পরে তিনি ড্রাইভারকে বলে যে, বালু নিয়া যাওয়া শেষ হইলে আমার বাড়ির আঙ্গিনার সামনে একটু পানি ছিটাইয়া দিও। এই কথা বলার কারনে
শহিদুল ইসলাম,ক্রোধান্বিত ও উত্তেজিত হইয়া বাঁশের লাঠি, ধারালো ছোড়া, দা, বেলচা, ইত্যাদি মারাত্মক অন্নেসঙ্গে সজ্জিত হয়ে।বেলাল হোসেন ও তার মা মারাত্মক ভাবে জঘম করে। পরে এলাকা বাসি বেলাল হোসেন ও তার মা কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান তারা এখনো হাসপাতালেই আছে।এই বিষয়ে কালীগঞ্জ থানার এস আই তুহিন জানান তিনি অভিযোগ হাতে পেয়েছেন তদন্ত করে ব্যবস্থা নেবে।
Leave a Reply