খাগড়াছড়ি প্রতিনিধিঃ
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার শিক্ষক সম্মেলন ও কাউন্সিল ২০২৩ সম্পূর্ণ হয়েছে, সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ১২ টায় শেষ করা হয়,এতে তিন শতাধিক শিক্ষক -শিক্ষিকা অংশগ্রহণ করেন।
খাগড়াছড়ি জেলা কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে শনিবার(৭ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে,
প্রধান অতিথি ছিলেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি,
বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন – খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা পরিষদ সদস্য ও জেলা প্রাথমিক বিভাগের আহবায়ক নিলোৎপল খীসা, জেলা প্রাথমিক অফিসার মোঃ শাহাব উদ্দিন, বাংলাদেশ শিক্ষক সমিতি’র কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃআবুল কাশেম ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান শাহীন প্রমুখ,
নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন- ৩০২ ভোট সংগ্রহ করা হয় তার মধ্যে সভাপতি হিসেবে ২২৮ ভোট পেয়ে মোঃমাসুদ পারভেজ নির্বাচিত হন, প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন পেয়েছেন ৭৪ ভোট, এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কার্তিক ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক সুরেজ কুমার ত্রিপুরা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, মানুষ গড়ার কারিগর হচ্ছেন শিক্ষকেরা,শিক্ষকের গুরুদায়িত্ব হচ্ছে মানুষ গড়া,আপনারা জাতিকে দিতে পারেন উজ্জ্বল ভবিষ্যত,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সাথে ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করেছেন, আপনাদের কেও সরকারি চাকরি দিয়েছেন, আপনারাই পারেন দেশের উন্নয়ন গুলো গ্রাম বাংলায় তুলে ধরতে, যে জাতি ও দেশের শিক্ষার অবকাঠামো ও শিক্ষার সামগ্রিক পরিবেশ যত উন্নত, দেশ ও জাতি হিসেবে সার্বিকভাবে তারাই উন্নত ও স্বয়ংসম্পূর্ণ হয়।
Leave a Reply