খাগড়াছড়ি সিনিয়র সাংবাদিক চাইথোয়াই মার্মার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।
খাগড়াছড়ি প্রতিনিধি:- খাগড়াছড়ি পার্বত্য জেলার রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক বাবু চাইথোয়াই মার্মার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ই জুন ২০২২ইং তারিখ রোজ সোমবার দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
এ সময় মানববন্ধন কর্মসূচিতে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের দুই দুইবারের সফল সভাপতি মোঃ আজম ভাই ও দুই দুইবারের জয়েন সেক্রেটারি রিপন সরকার ও সাবেক পার্বত্য প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক অর্থ সম্পাদক সহ সদস্যরা, সাংবাদিক চাইথোয়াই মার্মার পরিবারের সদস্যরা এবং অন্যান্যদের মধ্যে জাতীয় দৈনিক মানবকণ্ঠের সাংবাদিক মোঃ লোকমান হোসেন, সাংবাদিক আবদুল্লা আল মামুন, সাংবাদিক আসাদ, সাংবাদিক মনিরুল ইসলাম মোন্না উপস্থিত ছিলেন।
উক্ত মানববন্ধনে বক্তারা বলেন,
খাগড়াছড়ি রিপোটার্স ইউনিটির সভাপতি সিনিয়র সাংবাদিক বাবু চাইথোয়াই মারমা’র বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান উপস্থিত প্রিন্ট-মিডিয়ার খাগড়াছড়ি জেলা পেশাজীবী সাংবাদিক সমাজ।
Leave a Reply