নওগাঁ জেলা মহাদেবপুর থানা, হাতুড় ইউনিয়নের সোনার পাড়া গ্রামের মোমিন মাঝির স্ত্রী গতো রাতে নিজ বাড়িতে নিজ রুমে বাঁসের সাথে উরনা পেঁচিয়ে গলার সাথে বেঁধে ফাঁশ দেই,এবং মারা যায়। গতো রাতে মোমিন মাঝি খেলা দেখতে যেতে চাই, পাসের বাজারে তার স্ত্রী বারোন করে,যেতে দিতে চাই না তার পরেও সে যায় খেলা দেখতে।
তার বাড়ীর লোকজন বলে শুধু খেলা দেখতে যাওয়াকে কেন্দ্র করে গলায় ফাঁস দেয়,এলাকা বাসী ও একি কথা বলে।
খবর পেয়ে মহাদেবপুর থানা নতুন ও সি মোঃ মোজাফফর হোসেন,এবং ইউনিয়েনর চেয়ারম্যান এনামুল ভাই ও আক্কাস আলী মেন্বারা উপস্থিত ছিলেন, এবং তাদেরকে নিয়ে এলাকা বাসীর সহায়তা লাশ পোস্টমটেমের জন্য থানায় নিয়ে আসে।
নওগাঁ জেলা প্রতিনিধিঃ- উজ্জ্বল
১০-১২-২০২২ইং ( শনিবার )
নওগাঁ জেলার মহাদেবপুর থানা নতুন ও সি, মোজাফফর স্যার তাদের পরিবারের লোকজন দের সান্ত্বনা দেন, এবং এলাকা বাসীরদেরকে বিষয়টি বুঝিয়ে বলেন, মেয়েটি এর আগেও একটি সংসার ছিল এটা দ্বিতীয় স্বামী, তার কোন সন্তান হয়নাই, মেয়েটির বাবা মা ও ছেলের বাবা মা উপস্থিত ছিলেন তারাও একি কথা বলেন।
আজ সকাল ১১,৩০ মিনিট মেয়েটির লাস পোস্ট মোটেমের জন্য থানায় আনা হয় এবং থানার ওসি মোজাফফর স্যার বলে পোস্ট মোটেম হলে তার সজনদের কাছে লাশ দিবে দাঁফোন করার জন্য।
মোমিন মাঝি কাঁলনা ঘাঁট নতুন ব্রীজ হচ্ছে, এই ঘাটে মাঝিগিরি করতো,তাঁর জীবন চলতো মাঝিগিরি করে তাদের বিয়ে হওয়া বেসি দিন হয়নাই,এর মাঝে আবার একা হয়ে গেলো।
Leave a Reply