চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার।
আমিনুর রহমান, নিজস্ব সংবাদমাধ্যম লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (২৮ জুন) ভোরে শ্রুতিধর এলাকার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।তবে স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে অনিয়মের প্রতিবাদ করায় তার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা করেন এলাহী বকস নামে এক ঠিকাদার। অন্যদিকে ঠিকাদার বলছেন, চাঁদা না দেওয়ায় চেয়ারম্যান আমাকে ও আমার ছেলেকে গ্রাম পুলিশ দিয়ে ডেকে নিয়ে গিয়েছিলেন। এতে মন খারাপ হওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেছি।
কালীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ওই উপজেলার ভোটমারী ইউনিয়নের বড়দীঘিরপাড় এলাকায় একটি সড়ক নির্মাণের ঠিকাদারি করছেন এলাহী বকস। সড়ক নির্মাণে অনিয়ম হচ্ছে এমন অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন ঠিকাদারের কাছে চাঁদা দাবি করেন। পরে ২৬ জুন চেয়ারম্যানের বিরুদ্ধে ৪-৫ লাখ টাকা চাঁদাবাজির মামলা করেন ঠিকাদার।
ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেনের পরিবারের বলেন, সড়ক নির্মাণে অনিয়মের প্রতিবাদ করায় চেয়ারম্যানের নামে মিথ্যা মামলা করেছেন ঠিকাদার এলাহী বকস। কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, চাঁদাবাজির মামলায় ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেন।
Leave a Reply