জিবনে হার না মানা এক তরুন উদ্যোক্তার নাম শিহাব আহমেদ
জেসমুল হোসেইন শুভ নিজস্ব প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড় খাতার ইউনিয়ন একজন তরুণ উদ্যোক্তার হার না মানার গল্প।
উদ্যোক্তার নাম শিহাব আহমেদ। ৩ বছর বয়সে মা মারা যান। মায়ের মৃত্যুর পরে বাবা আর খোঁজ খবর রাখতেন না।- অসহায় একটি ছেলে মানুষের বাড়িতে, বাড়িতে খেয়ে পড়ে বড় হতে শুরু করেন শিহাব আহমেদ। জীবনের তাগিদে তিনি বড়খাতা বাজারে সবজি বিক্রি করে পড়াশোনার খরচ বহন করতেন l ছোট থেকেই শিহাব অনেক মেধাবী ছাত্র ছিল। এ জন্য তিনি পড়ালেখার ছেড়ে দেননি l স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি তে ভালো ফলাফল অর্জন করেনl সেই সময়ে বেশ কিছু গণমাধ্যম তাকে নিয়ে প্রতিবেদন করলে সেই প্রতিবেদনে প্রকাশ হলে তাকে নিয়ে লালমনিরহাট জেলায় আলোচনা ঝড় বয়ে যায়। স্থানীয় ও কিছু গণ্যমান্য ব্যক্তির সহায়তায় তিনি রংপুর কারমাইকেল ভর্তি হন এইচএসসি তে। পরে তিনি উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপ নিয়ে তুরস্কের চলে যান।
এই বিষয়ে এলাকাবাসী আমাদেরকে জানান
কোভিড-90 জরুরি অবস্থার সময় শিহাব আহামেদ এলাকাবাসীকে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছিলেন তুরস্ক অবস্থান করেও।
অপর ব্যক্তির সাথে কথা বলে আমরা জানতে পারি ছোটবেলা থেকেই তিনি এই জায়গাটিতে সবজি বিক্রি করেছিলেন। তুরস্ক থেকে এসে সেই একই জায়গায় তিনি মানুষের মাঝে বিনা মূল্যে শাক ও সবজি বিতরণ করেন l
তিনি আরো বলেন তার মন-মানসিকতা অনেক বড় সে তার “দ্যা অটোমান গ্রুপ” এর প্রতিষ্ঠান “অটোমান ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন” এনজিও এর দ্বারা বিশ্বের ১৪টি দেশে কাজ করে যাচ্ছে। যুগ যুগ বেঁচে থাকুক শিহাব আহমেদ সবাইকে সাহায্য করুক এই দোয়াই করি।
এই বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বিডি ক্রাইম-নিউজ কে বলেন
আমাকেই এই পর্যন্ত আসার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। তুরস্কে আমার পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কাজ পার্টটাইমে করেছি। এরপরে ২০১৮ সালে ব্যবসা শুরু করি। ২০১৯ সালে প্রথম আন্তর্জাতিক একটি এনজিও গড়ে তুলি। এভাবে পর্যায়ক্রমে বাংলাদেশ, তুরস্কে ও আফ্রিকার দেশ চাঁদে আরো কয়েকটি প্রতিষ্ঠান গড়ে তুলে। তার প্রধান প্রতিষ্ঠানের নাম “The Ottoman Group” যার আওতায় বাকি প্রতিষ্ঠানগুলো কাজ করে। বর্তমানে প্রায় ১৫০ জন মানুষ তার প্রতিষ্ঠানে কর্মরত আছে।
তিনি রংপুর বার্তাকে কান্নাজড়িত কণ্ঠে আরো জানান আজ আমি এত কষ্ট পরিশ্রম করেছি বলেই আল্লাহতালা আমাকে আমার গন্তব্যে পৌঁছে দিয়েছেন সেজন্য আমি আল্লাহর শুখরিয়া আদায় করি সর্বদা আলহামদুলিল্লাহ।
Leave a Reply