জুলাইতে আসছে মেজবাউর রহমানের “হাওয়া”
বিনোদন ডেস্কঃ
সমুদ্র পারের নয়, গভীর সমুদ্রের গল্প নিয়ে সিনেমা হাওয়া মুক্তি পাবে জুলাইতে। দৈনিক বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক মেজবাউর রহমান সুমন।
তিনি বলেন, ‘আমরা তারিখ এখনও চূড়ান্ত করিনি। তবে জুলাইতে অবশ্যই সিনেমাটি মুক্তি দিতে চাই।’
সিনেমাটি সেন্সরও পেয়ে গেছে বলে জানান সুমন। বেশ অনেকদিন আগেই সিনেমাটির সেন্সর প্রদর্শনী হয়ে গেছে এবং সেন্সর সার্টিফিকেট হাতেও পেয়েছে কর্তৃপক্ষ।
বহু নাটক ও বিজ্ঞাপনের নির্মাতা মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম সিনেমা হাওয়া নিয়ে সবার আগ্রহ ছিল অনেক আগে থেকেই। ট্রেইলার প্রকাশের পর সেই আগ্রহ আরও বেড়ে গেছে। এখন সিনেমাটি দেখার অপেক্ষা সবার।
সিনেমাটি নিয়ে সুমন বলেছিলেন, ‘হাওয়া এ কালের রূপকথার গল্প হলো। তবে যে রূপকথার গল্প আমরা শুনে আসছি এটা তেমন না। এটি মাটির গল্প নয়, বরং পানির গল্প। সৈকতে দাঁড়িয়ে আমরা যে সমুদ্র দেখি, গভীর সমুদ্রের গল্প অন্যরকম।’
ট্রেইলার দেখে তেমন আঁচ করা গেছে। ট্রেলারের কোথাও সমুদ্রের পারের কোনো দৃশ্য নেই। গভীর সমুদ্রে পানির দাপট আর আর সমুদ্রের আইন মেনে চলতে দেখা গেছে চরিত্রদের।
শুধু তাই নয়, নৌকায় এক নারী ওঠার পর থেকে বিচিত্র সব ঘটনা ঘটতে থাকে। যাকে রুপকথার মতো মনে হতে পারে দর্শকদের।
সিনেমার চরিত্রদের লুকও খুব গুরুত্বপূর্ণ হয়ে ধরা দিতে পারে দর্শকদের কাছে। কারণ সিনেমায় অভিনয় করা চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সোহেল মন্ডল, তুষিকে একদম অন্যভাবে দেখা গেছে।
সিনেমাটি প্রযোজনা করেছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।
anastrozole pills order arimidex 1mg pill cheap anastrozole 1mg