ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মান্দিয়া গ্রামে সোনা ভানু (৪৩) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২১ ডিসেম্বর ২২ (সোমবার) সকালে হরিনাকুন্ডু উপজেলার মান্দিয়া গ্রামের শ্বশুরবাড়ির ঘরের আড়া থেকে তার ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের আতিয়ার রহমান আতির স্ত্রী। এর আগে রোববার রাত দেড়টার দিকে সে আত্মহত্যা করে বলে জানা গেছে। তবে এ ঘটনায় রহস্য রয়েছে বলে দাবি নিহতের স্বজনদের।
ওই নারীর বড় ভাই জাফিরুল ইসলাম দাবি করেন, তাঁর বোনকে মেরে ফেলা হয়েছে। তিনি আরও বলেন আমার বোনের সাথে বোনের স্বামীর বেশ কিছুদিন ধরে বনিবনা হচ্ছিল না। তাঁকে প্রায়ই মারধর করা হতো। রাতে তাকে মেরে ঘরের আড়ায় মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে জানান নিহতের ভাই জাফিরুল করে তিনি এ ঘটনার বিচার দাবি করেন
ফুলি নামে এক প্রতিবেশী নারী বলেন, রাতে ওই বাড়ির লোকজনের চিৎকার শুনে সেখানে গিয়ে দেখি মরদেহ ঘরের আড়ায় ঝুলছে। স্বামী আতিয়ারের সঙ্গে অনেকদিন ধরে সোনা ভানুর বনিবনা হতো না। তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। এবং তাঁকে মারধর করতেন তাঁর স্বামী।
হরিণাকুণ্ডু থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। প্রকৃত ঘটনা জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এটি আত্মহত্যা না অন্যকিছু সেটি বোঝা যাবে। সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply