তেলের দাম বৃদ্ধি’তে খাগড়াছড়ি জেলা পর্যায়ে যোগাযোগ বন্ধ,সাজেক-আগত পর্যটক বেকায়দায়।
খাগড়াছড়ি প্রতিনিধি:-
গতকাল রাতে সরকারের নির্দেশে তেলের দাম বৃদ্ধি’তে খাগড়াছড়িতে যাত্রী সহ বিভিন্ন স্থান হতে আগত পর্যটকরা বিপাকে,জনমনে প্রশ্ন হটাৎ করে তেলের দাম এতো বৃদ্ধি কেন? অনেকেই মন্তব্য করেন সরকার চাইলে তেলের দাম সহনীয় পর্যায়ে রাখতে পারে।
গতকাল শুক্রবার রাতে তেলের দাম বৃদ্ধি’তে আজ শনিবার সকাল থেকেই বিভিন্ন টিভি চ্যানেল ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মাঠে নেমে সংবাদ সহ তথ্য সংগ্রহ করতে দেখা গেছে।
তেলের দাম বৃদ্ধি’তে ছোট মটর যান সিএনজি মাহিন্দ্র পিকাপ গাড়ির ভাড়া নির্ধারণে গতকাল রাতেই তারা সিদ্ধান্ত নিলেও বড় বাস মিনিবাস চেয়ারকোর্স মালিক সমিতি ও ট্রাকসহ অন্যান্য গাড়ির ভাড়ার সিদ্ধান্ত না হওয়ায় এসব গাড়ি বন্ধ থাকতে দেখা গেছে,তবে মালিক সমিতির মিটিং চলছে মিটিং শেষে বলা যাবে বলে জানান সমিতির একাধিক সদস্য।
এসময় বিভিন্ন স্থান থেকে আসা পর্যটক সহ ছাত্রলীগের ভুগান্তিতে চোখে পড়েছে। সাজেক ভ্যালির পর্যটক গাড়িগুলো পূর্ব ভাড়া থেকে এক হাজার টাকা বেশি গুনতে হয়েছে।
স্থানীয় সিএনজি মাহিন্দ্র ও পিকাপ পূর্ব ভাড়া থেকে জনপ্রতি ১০/২০/ টাকা থেকে শুরু করে এবং খাগড়াছড়ি টু রাঙ্গামাটি পিকাপে পূর্ব ভাড়া থেকে ৪০ টাকা পর্যন্ত বেশি নিতে দেখা গেছে।
সরেজমিনে যাত্রী সহ সাধারণ মানুষের মতামত যানতে চাইলে তারা বলেন,এক সাথে এতো টাকা তেলের দাম বাড়ানোর প্রয়োজন ছিলো বলে মনে হয় না। এতে সরকার জনবান্ধব না হয়ে জনবিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানান তারা।
তারা আরো বলেন, আমরা আশা প্রকাশ করছি সরকার জনবান্ধব হয়ে জনগণের কথা চিন্তা করে ও সাধারণ মানুষের কথা বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিবেন।
Leave a Reply