ধুনটে ট্রাক্টর এর ধাক্কায় ১ ব্যাক্তি নিহত
বগুড়া বিশেষ প্রতিনিধিঃ
বগড়া জেলার ধুনট উপজেলায় এলাঙ্গি ইউনিয়নের বিলচাপড়ী বাজারে অবৈধ বালু বহনকারী ট্রাক্টর এর ধাক্কায় এক ব্যাক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
বগুড় জেলা ধুনট উপজেলায় এলাঙ্গি ইউনিয়নের বিলচাপড়ী বাজার জনক বুলবুল এর দোকানের সামনে ০৯/০৮/২২ইং তারিখ সকাল ১০ ঘটিকায় হুগলু কুমার দাস (৫৬) পিতা মৃতঃ খোকা দাস গ্রাম বিলচাপড়ী।
সরেজমিনে গিয়ে জানা যায় প্রতিদিনের ন্যায় হুগলু কুমার দাস বিলচাপড়ী বাজার ঝাড়ু দিতে থাকা অবস্থায় রাঙ্গামাটি গ্রাম থেকে আসা ঘাতক ট্রাক্টরটি পিছন দিকে চালাতে গেলে হুগলু কুমার দাস জোরে ধাক্কা খেয়ে নিচে পড়ে আহত হওয়া অবস্থায় প্রথমে ধুনট উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্হার অবনতি হলে কর্মরত ছিলেন তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ভর্তি প্রেরণ করা হলে সেখানে তার মৃত্যু হয়েছে বলে জানা যায়। বগুড়া সদর থানার এস আই (নিঃ) মোঃ ওসমান গণী কতৃক মৃত ব্যাক্তির সুরতহাল রিপোর্ট প্রস্তত করা সহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়। ঘাতক ট্রাক্টর টি ধুনট থানা অফিসার ইনচার্জ জনাব কৃপাসিন্ধু এর নির্দেশ ক্রমে ধুনট থানার তদন্তকারি অফিসার এ এস আই আবু তাহের আটক করে থানায় নিয়ে আসে।
Leave a Reply