নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁয় বাইকে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল দুই তরুণের নওগাঁ: নওগাঁ সদর উপজেলার হাপানিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে নওগাঁ-রাজশাহী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের বাড়ি নওগাঁ সদর উপজেলার উল্লাসপুর গ্রামে। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল জানান, দুপুরে নওহাটা মোড় থেকে মোটরসাইকেলে করে নওগাঁ সদরে আসছিলেন দুই যুবক। পথে হাপানিয়া এলাকায় ট্রাকের ধাক্কা ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ওসি আরও জানান, তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে।
Leave a Reply