নান্দাইলে আগুনে সুরুজ আলীর
বেঁচে থাকার স্বপ্ন পুড়ে ছাই।
নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে আগুনে পুড়ে সুরুজ আলীর বেঁচে থাকার স্বপ্ন ভেঙ্গে খান খান হয়ে পড়েছে।পরিবার পরিজন নিয়ে পথে বসার উপক্রম হয়েছে।
উপজেলার ১৩ নং চর বেতাগৈর ইউনিয়নের চরলক্ষ্মীদিয়া গ্রামে শনিবার মধ্যরাতে মৃত নওয়াব আলীর পুত্র সুরুজ আলী দীর্ঘ ২৫/৩০ বৎসর ধরে বসতঘরের সাথে তিলে তিলে গড়ে তুলে একটি মুদি দোকান। চা বিস্কুট চাউল, ডাল, তেল,লবন, আলু পেঁয়াজ রসুন সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান। দৈনিক বেচাকেনা করে যেটুকু লাভ হত তা দিয়েই কোন প্রকার চলে যেত সুরুজ আলীর সংসার। সুরুজ আলী বলেন মাথার ঘাম পায়ে ফেলে দোকান টি গড়ে তুলে ছিলাম। আগুনে আমার বসতঘর ও দোকান ঘড়টি পুড়ে ছাই হয়ে গেছে।ফ্রিজ টিভি চাউল ডাউল আসবাবপত্র সহ সমস্ত জিনিস পত্র পুড়ে যায় ।প্রায়৭/৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।এটাই আমার একমাত্র সম্বল হারিয়ে আমি এখন নিঃস্ব।
আমি শশুরবাড়ি ছিলাম সংবাদ পেয়ে এসে দেখি সব শেষ।
৭ নং ওয়ার্ডের ইউ পি সদস্য আব্দুর রশিদ জানান এলাকার মানুষের চিৎকার শুনে এসে এলাকাবাসী নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও কোনো মালামাল রক্ষা করতে পারেনি।৬/৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এদিকে আগুন লাগার সাথে সাথে নান্দাইল ফায়ার সার্ভিস স্টেশনে ফোন করলে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে নেওয়ার পর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মিরা ঘটনা স্থলে পৌঁছে। বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা যায়।
Leave a Reply