নান্দাইলে নতুন বউ দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে প্রতিবেশীর বাড়িতে নতুন বউ দেখতে গিয়ে প্রাণ গেল নার্গিসের। মাকে হারিয়ে সন্তানদের আহাজারীতে মা মা চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠে।এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। কান্নার রোল পরে। আগত লোকজন দেখতে এসে সবার চোখে পানি ঝরে পড়ে। মাকে হারিয়ে বার বার মোর্চা যাচ্ছিল স্বামী ও সন্তানরা।
ঘটনাটি উপজেলার ১৩ নং চর বেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর নতুন বাজার সংলগ্ন ফালা মুন্সির নাতিন বউ দেখে রাত ৯ ঘটিকায় নতুন বাজার তোফাজ্জল হোসেনের দোকান থেকে পান কিনে রাস্তা পার হওয়ার সময় ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায়। স্থানীয় আব্দুল মোতালেব ও এলাকাবাসী জানান ত্রিশাল অভিমূখি মোটর সাইকেলের ধাক্কায়, নারগিস আক্তার (৪৮) গুরতর আহত হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইউনিয়ন পরিষদের সামনে একেই স্থানে গত ৬ মাসে ১০/ ১২ টি দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান সুমি আক্তার,চরভেলামারি গ্রামের সহমত আলী,মাটি চরনপাড়া গ্রামের রুস্তম আলী ও ফরিদের মা সহ ৪ জন নিহত , তৃতীয় শ্রেণীর ছাত্রী আক্তার, ওঠো চালক রতন মিয়া ইন্নস আলীসহ ৭/৮ জন গুরতর আঘাত প্রাপ্ত হয়ে পঙ্গু হয়ে বহু কষ্টে মানবেতর জীবন যাপন করছে। কানারামপুর টু ত্রিশাল হাইওয়ে একটি ব্যস্ততম রাস্তা। গুরুত্বপূর্ণ স্থানটির পাশে রয়েছে ১টি হাই স্কুল, ১টি প্রাইমারি স্কুল , ১টি ইউনিয়ন পরিষদ, ১টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও ১ টি বাজার, ১টি ঈদগাহ মাঠ ১ টি কেজি স্কুল ও দুইটি নূরানী মাদ্রাসা। যেখানে কচি কাচা শিশু কিশোর সহ প্রায় ২ হাজার ছাত্র-ছাত্রী পড়াশোনা করে। ব্যস্ততম রাস্তা পাড়া পাড়ের নাই কোন সুব্যবস্থা। রাস্তা পাড়া পাড় হতে হয় জীবনের ঝুকি নিয়ে। ব্যস্ততম রাস্তা পাড় হতে হয় কচি কচি বাচ্চাদের। ইউনিয়ন পরিষদের সামনে প্রায়ই ঘটছে দুর্ঘটনা ।সড়ক ও জনপথ বিভাগ সমস্যা সমাধানের জন্য কার্যকর ব্যাবসহা না নেওয়ায় এলাকাবাসী হতাশ ও ক্ষুব্ধ। এলাকাবাসী দীর্ঘদিন ধরে ২ টি স্পিড ব্রেকারের দাবী জানিয়ে আসছেন । এলাকাবাসী দুর্ঘটনা রোধে স্পিড ব্রেকার নির্মাণের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
দূর্ঘটনায় নিহত ৬ পুত্র সন্তানের জননী নার্গিস আক্তার চরশ্রীরামপুর পূর্ব পাড়া গ্রামের রমজান আলীর স্ত্রী ।
Leave a Reply