নেত্রী- দ্য লিডার’ হতে পারে শেষ সিনেমা: কাঁদতে কাঁদতে বর্ষা
বিনোদন ডেস্কঃ
অভিনেত্রী বর্ষা কাঁদো কাঁদো কণ্ঠে জানিয়েছেন, হতে পারে নেত্রী- দ্য লিডার তাদের শেষ সিনেমা। খুব কষ্ট নিয়ে এ কথা জানিয়েছেন অভিনেত্রী। কারণ হিসেবে তিনি দাবি করেছেন, ব্যক্তিগতভাবে তাদের ছোট করা হচ্ছে।
ঈদে অনন্ত-বর্ষা অভিনীত সিনেমা দিন- দ্য ডে মুক্তি পেয়েছে। সিনেমার প্রচারের অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মধুমিতা সিনেমা হলে গিয়েছিলেন অনন্ত-বর্ষা। সেখানে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার একপর্যায়ে কাঁদো কাঁদো হয়ে যান বর্ষা।
তিনি বলেন, ‘হয়তো হতে পারে নেত্রী- দ্য লিডার আমরা শুটিং করেছি, সেটা শেষ নাও করতে পারি, এটাই হতে পারে জীবনের শেষ সিনেমা।’
বর্ষার দাবি, নানাভাবে তাদের ছোট করা হচ্ছে এবং সেটা গায়ের জোরে। কারা এটা করছে তা বলেননি তিনি। বর্ষা জানিয়েছেন, কেউ কেউ নেতিবাচক কথা ছড়াচ্ছে সিনেমাটি নিয়ে। আর সিনেমার চেয়ে অনন্ত-বর্ষাকে ছোট করার, হেয় করার চেষ্টা চলছে।
বর্ষা বলেন, ‘একটা বিষয় সত্যিই খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, সেটা হচ্ছে যে কে বা কারা জানি না খুব নেতিবাচক কথা ছড়াচ্ছে ইচ্ছাকৃতভাবে। বিশেষ করে আমার সিনেমাটা বাদ দিয়ে আমাদের ডাউন করার চেষ্টা করছে।’
এ কথা বলতে বলতেই বর্ষা কাঁদো কাঁদো হয়ে যান। বলেন, ‘‘আসলে আমি খুব কষ্ট পেলাম ভালো জিনিস কেন মানুষ প্রশংসা করতে পারে না। আজকে যদি আমরা চলচ্চিত্র না করি, চলচ্চিত্র থেকে বের হয়ে যাই, তাহলে আমার মনে হয় আমাদের কিছুই হবে না, শুধু আমরা যে চেষ্টা করছিলাম ভালো কাজের সেটা হবে না।’
বর্ষা দাবি করেন, মানুষ মিথ্যা কথা রটাচ্ছে এবং সেই মিথ্যা কথাই সংবাদ হিসেবে প্রকাশ পাচ্ছে।
উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘অনেকেই বলছে, আমরা নাকি আমাদের গার্মেন্টস কর্মীদের এনে সিনেমা দেখাচ্ছি! কী করে সম্ভব! একটা ঈদের দিন, মানুষ দেশে গিয়েছে ঈদ করার জন্য। আমরা কীভাবে লোক পাব। সারা দেশ কি আমাদের?’
বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনার সিনেমা দিন- দ্য ডে। এতে অনন্তকে দেখা যায় একটি বড় অপারেশনের নেতৃত্ব দিতে। আর বর্ষা অভিনয় করেছেন পুলিশ কর্মকর্তা চরিত্রে।
অনন্ত-বর্ষা অভিনীত আরেক সিনেমা নেত্রী- দ্য লিডার। এর কাজ এখনও শেষ হয়নি। সিনেমাটিতে বর্ষা অভিনয় করেছেন মূল ভূমিকায়। তিনি অভিনয় করেছেন নেত্রীর চরিত্রে আর অনন্ত অভিনয় করেছেন তার বডিগার্ডের ভূমিকায়।
Leave a Reply