নোয়াখালিতে এক গৃহবধূকে গলাকেটে হত্যা।
নোয়াখালীর কবিরহাট উপজেলায় রুপালী বেগম (২০) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তার স্বামী ইউসুফ নবী রুবেলকে (২৬) আটক করেছে পুলিশ।
রবিবার (১২ জুন) ভোরে কবিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব সোনাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সকাল পৌনে ৯টায় লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রুপালী ৪ নম্বর ওয়ার্ডের মনির চৌকিদারের বাড়ির সিরাজ মিয়ার মেয়ে। রুবেল উপজেলার ঘোষবাগ ইউনিয়নের পূর্ব সোনাদিয়া গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, তিন মাস আগে পারিবারিকভাবে রুবেল ও রুপালীর বিয়ে হয়ে। রূপালীর বিবাহবহির্ভূত সম্পর্ক আছে বলে কিছু দিন আগে থেকে সন্দেহ করেন রুবেল। এর জেরে স্বামী-স্ত্রী মধ্যে কলহ চলছিল। শনিবার রাতে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওড়না দিয়ে রুপালীর হাত-পা বেঁধে ছুরি দিয়ে গলাকেটে হত্যা করেন। এ সময় ঘরে থাকা মা ফাতেমা বেগমের চিৎকারে বাড়ির লোকজন এসে রুবেলকে আটক করেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছোরাসহ রুবেলকে আটক করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার ভাই রফিককে থানাও আনা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply