আমিনুর রহমান
নিজস্ব সংবাদমাধ্যমঃ
লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)এর গুলিতে ১জন বাংলাদেশী যুবকে নিহত হয়েছে। নিহত ব্যাক্তির নাম শাহাদাত হোসেন, পাটগ্রাম উপজেলার আউলিয়ার হাট গাইবান্ধা গ্রামের হারেচ মিয়ার ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার(১৫ই ডিসেম্বর) ভোরে পাটগ্রাম উপজেলার আউলিয়ার হাট সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে কয়েকজন রাখাল গরু আনতে যায়, এ সময় ভারতীয় বিএসএফ রাখালদের উপর গুলি ছোঁড়ে, এতে ঘটনাস্থলে শাহাদাত হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়।
শাহাদাতের মরদেহ ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানায় নিয়ে যাওয়ার খবর পাওয়া যায়। পাটগ্রাম আউলিয়ার হাট বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার লিয়াকত আলী জানান, বাংলাদেশী এক জন রাখালের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে ভারতীয় বিএসএফ এখনো নিশ্চিত করেনি।
এ দিকে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুখ জানান, শাহাদাতের মৃত্যুর খবর আমরা পেয়েছি, তবে লাশ হস্তান্তর না করা প্রর্যন্ত আমরা এ বিষয়ে নিশ্চিত নই।
Leave a Reply