পাপনঃআরেকটু হলে জ্ঞানই হারিয়ে ফেলতাম
ঢাকা প্রতিনিধিঃ
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের রোমাঞ্চকর এক ম্যাচ দেখল গোটা বিশ্ব, যা ক্রিকেট ইতিহাসে এর আগে কখনো ঘটেনি।
শেষ হইয়াও হইল না শেষ— খেলার পরিস্থিতি ছিল এমন।
এ অবিশ্বাস্য নাটকীয়তা আগে হয়নি নাজমুল হোসেন, মোসাদ্দেক হোসেনদেরও।
ম্যাচশেষ হওয়ার পরও যে নতুন কোনো মোড় নিতে পারে, সেটি আগে দেখেনি ক্রিকেটবিশ্বও।
নাজমুল হোসেন শান্তর ক্যারিয়ারসেরা ইনিংস (৭১) ও তাসকিন আহমেদের ম্যাচসেরা বোলিং আড়ালে পড়ে গেল সেই শেষের নাটকে।
রোববার ব্রিসবেনের গ্যাবায় তাই জয়-পরাজয় ছাপিয়ে আলোচনায় রইল একটি ‘নো বল’।
গ্যাবায়ে মাঠে বসে এই শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। শেষ বলের উত্তেজনা তাকেও গ্রাস করেছিল ওই মুহূর্তে। ক্রিকেটারদের মতো নার্ভাসনেস কাজ করছিল তার মাঝেও।
ম্যাচের পর সাংবাদিকদের সঙ্গে সেই মুহূর্তে তার মানসিক অবস্থার কথা বলেন পাপন।
বিসিবি সভাপতি বলেন, ‘এভাবে ম্যাচ শেষ হলে দর্শকের হার্টঅ্যাটাক হয়ে যেতে পারে। টু মাচ। আমি আরেকটু হলে জ্ঞানই হারিয়ে ফেলতাম। ’
এমন জয়ে সন্তুষ্ট নন পাপন। তার মতে, জয় পেতে শেষ বল পর্যন্ত খেলতে হবে এমন দল জিম্বাবুয়ে নয়।
বিসিবিপ্রধানের ভাষ্য— ‘টি-টোয়েন্টিতে আমরা এমন অনেক ম্যাচ হেরেছি। শেষ তিন ওভারে ব্যাটিং ও বোলিং দুটোতেই আমরা ভালো করছি, এমনটি বলা যাবে না। আমরা শেষ তিন ওভারে রানও পাচ্ছি না; আবার বল হাতে প্রচুর রানও দিয়ে দিচ্ছি। আজকের যে প্রতিপক্ষ, তাদের বিপক্ষে বড় ব্যবধানে না জেতার কোনো কারণই নেই। সেদিক দিয়ে মনটা একটু খারাপ। ’
order anastrozole 1 mg for sale arimidex uk order arimidex 1 mg online