পাবনা জেলা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন
স্টাফ রিপোর্টার:
বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আর্দশে উজ্জীবিত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী,পাবনা জেলা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ( ১০ মার্চ ) শনিবার টুঙ্গিপাড়াস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারতসহ মোনাজাত করেছেন পাবনা জেলা বঙ্গবন্ধু আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আখতারুজ্জামান মুক্তা, সম্পাদক মোঃ আব্দুল আহাদ বাবু, পাবনা জেলার পি,পি ও জি,পি এবং পাবনা জেলা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সকল নেত্রীবৃন্দ। শ্রদ্ধা নিবেদনকালে পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতি, পাবনা জর্জ কোর্টের সাবেক পি,পি এ্যাডভোকেট আখতারুজ্জামান মুক্তা সহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন। সাবেক পি,পি এ্যাডভোকেট আখতারুজ্জামান মুক্তা বলেন, বাঙ্গালি জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের চেতনা ও আর্দশের প্রতীক। তাঁর কবর জিয়ারত আমাদের সুপ্ত চেতনাকে আরো বেশী দুঢ় ও সমৃদ্ধ করবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এই দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধের সময় বাঙালি জাতি ঝাপিয়ে পড়েছে। দেশ গড়ার প্রক্রিয়া শুরুর কালে দেশীয় ও আন্তজার্তিক চক্রান্ত স্বপরিবারে বঙ্গবন্ধুকে নির্মম ভাবে খুন করা হয়েছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা আজ রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করে খুনীদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন। তাঁর হাত ধরেই দেশের গণতন্ত্র, বিচার ব্যবস্থা এবং অর্থনৈতিক উন্নয়ন অভাবনীয়ভাবে এগিয়ে যাচ্ছে।
Leave a Reply