লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
ফুলগাছ উচ্চ বিদ্যািলয়ের প্রধান শিক্ষক জনাব শাহজাহান আলী বিদ্যালয়ের জমি বিক্রয়ের অর্থ আত্মসাতের দূর্ণীতি ঢাকতে পুনরায় দূর্ণীতি করেছেন বলে অভিযোগ উঠেছে । তিনি বিক্রিত জমি উদ্ধারের নামে শুধুমাত্র সাইনবোর্ড লাগিয়ে পুনরায় সেই জমিভোগকারীকেই লিজের নামে ভোগদখল করতে দিয়েছেন। এ যেন অন্যায়কে ঢাকতে আরেক অন্যায় করা।
উল্লেখ্য যে, গত ২ অক্টোবর জাতীয় দৈনিক ভোরের আলো, দৈনিক স্বদেশ বিচিত্রা, দৈনিক নতুনদিনসহ বেশ কিছু পত্রিকায় ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের জমি বিক্রয়ের অর্থ আত্মসাত শিরোনামে খবর প্রকাশিত হয়। এতে জেলা শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী ও করণীক মোঃ জয়নাল আবেদীন কে কারন দর্শানোর নোটিশ দেন।
নোটিশ পাবার পর থেকে প্রধান শিক্ষক দূর্ণীতির নতুন কৌশল অবলম্বন করেন। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতিকে ম্যানেজ করে বিদ্যালয়ের ১১০ শতক জমি লিজ দেয়ার নামে পুরো জমিই জমি ক্রেতাদেরকে দখল দেন। অথচ, বিদ্যালয়ের তিন-চারটি কাঠাল গাছের কাঠাল বিক্রয় করতে চাইলেও তা নিলামের মাধ্যমে বিক্রয় করতেন।
আর ১৫০ শতক জমি লিজ দিলেন অতি গোপনে।
এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার কে জানতে চাইলে তিনি বলেন, আমিতো প্রধান শিক্ষককে নিলামের মাধ্যমে লিজ দিতে বলেছি।
খবর প্রকাশ হওয়ার ২ মাস অতিবাহিত হলেও এখনো আইনি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি কেন জানতে চাইলে জেলা শিক্ষা অফিসার কোনো সদুত্তর দিতে পারেন নি। অথচ তিনি অনেকবার আইনি ব্যবস্থা নিতে চেয়েও কেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি তা নিয়ে জনগণের মধ্যে চলছে নানা অভিমত।
Leave a Reply