বগুড়ায় আবারও দুই ক্লিনিককে সিলগালা ও জরিমানা করা হলো।
বগুড়ায় সব অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের আল্টিমেটাম শেষ হওয়ার পর এ অভিযান শুরু হয়।
রোববার ২৯ মে বিকালে শহরের তিনমাথা এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এসময় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি ডা: দিবাকর বসাক এবং আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জানা গেছে, বিকাল ৪টায় শহরের তিনমাথায় রেল গেট এলাকায় কনফিডেন্স জেনারেল হসপিটাল এন্ড ভাই বোন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে ওই প্রতিষ্ঠানের কোন অনুমোদন না থাকায় এবং অনিবন্ধিতের কারনে ২০ হাজার টাকা জরিমানা এবং সিলগালা করে দেয়া হয়েছে। এছাড়া একইদিন বিকাল ৫টার দিকে শজিমেকের সামনে দিগন্ত ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টার অভিযান চালিয়ে তাদেরও কোন অনুমোদন ও নিবন্ধন না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা এবং সিলগালা করে দেয়া হয়।
বগুড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল ইসলাম বলেন, আমাদের অভিযান চলমান রয়েছে। অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
anastrozole medication order anastrozole 1 mg for sale arimidex 1mg ca