বদলগাছীতে ডিবি পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ২ জন
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ
গোপন সংবাদের ভিত্তিতে আজ ৯(আগষ্ট) দুপুর ১২টায় নওগাঁ জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বদলগাছী উপজেলার ১নং বদলগাছী ইউপির ৫নং ওয়ার্ডস্থ নওগাঁ-বদলগাছী সিএনজি স্ট্যান্ডে বদলগাছী রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে থেকে দশ কেজি শুকনা গাঁজা সহ , ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। যাহার অনুমান মূল্য ২,০০,০০০/-( দুই লক্ষ) টাকা ও মাদকদ্রব্য বিক্রয় কাজে ব্যবহৃত একটি লাল-কালো রংয়ের এ্যপাসি আরটিআর-১৫০ সিসি মোটরসাইকেল সহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা জেলার ব্রাক্ষ্মমপাড়া উপজেলার আশাবাড়ী গ্রামের মো. মতিন মিয়ার ছেলে মোঃছাদেক মিয়া (৩৮) নওগাঁ বদলগাছী উপজেলার ঢেকরা মৃধাপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মোঃ শাহিন আলম (৩৫)। এবং গাঁজা বিক্রেতার সঙ্গে যুক্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পলাতকরা হলেন, উপজেলার ঢেকরা মৃধাপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছোট ছেলে আবু সাইদ (৩৩) একই গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মোঃমজিদুল ইসলাম (৪২)।
সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃশফিউল আজম বলেন,তাদের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু সহ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply