বিজিবি এর যশোর ব্যাটালিয়ন ১.১৭৯ কেজি ওজনের ১০টি স্বর্ণের বারসহ একজন কে আটক করছে
অদ্য ১৯ মে ২০২২ তারিখ সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী-এর নেতৃত্বে একটি বিশেষ স্বর্ণ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে যশোর-সাতক্ষীরা মহাসড়কের উপর নাভারণ মোড় নামক স্থান হতে সাতক্ষীরাগামী সাতক্ষীরা লাইন নামক একটি বাসকে সন্দেহজনকভাবে তল্লাশী করে ১.১৭৯ কেজি ওজনের ১০টি স্বর্ণের বারসহ ০১ জন স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলো – মোঃ মনিরুজ্জামান (৪০), পিতা-মৃত শের আলী মোড়ল, গ্রাম-নামাজগ্রাম, ডাকঘর ও থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর। আটককৃত স্বর্ণের সিজারমূল্য ১,০১,৩৯,৪০০/-(এক কোটি এক লক্ষ উনচল্লিশ হাজার চারশত) টাকা।
আটককৃত স্বর্ণের বার এবং পাচারকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply