বিজেপি নেত্রী নূপুর শর্মাকে নিয়ে ভিডিও বানিয়ে,গ্রেফতার কাশ্মীরি ইউটিউবার।
বিজেপি নেত্রী নূপুর শর্মাকে নিয়ে একটি আপত্তিকর ভিডিয়ো তৈরি করে বিপাকে কাশ্মীরি ইউটিউবার ফয়সল ওয়ানি। সামাজিক শান্তি নষ্ট ও ভয়ের বাতাবরণ তৈরির অভিযোগে তাঁকে গ্রেফতার করল পুলিস। ওয়ানি ওই ওই ভিডিয়োটি তুলে নিয়েছেন, ক্ষমাও চেয়েছেন।
কাশ্মীরের সাফা কাদাল থানার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ফয়সল ওয়ানি ওই ভিডিয়োটি তুলেও নিয়ে অন্য একটি ভিডিয়ো পোস্ট করে ক্ষমাও চেয়ে নিয়েছেন। ওই ভিডিয়ো বার্তায় ওয়ানি বলেছেন, নূপুর শর্মাকে নিয়ে আমি একটি ভিডিয়ো আপলোড করি। এটি একটি ভিএফএক্স ভিডিয়ো। এটি আপলোড করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। তারপরই আমাকে এর জন্য় অভিযুক্ত করা হয়। কোনও ধর্মের উপরে আঘাত হানা আমার কোনও উদ্দেশ্য ছিল না। কারণ ইসলাম অন্য ধর্মকে সম্মান করতে শিখিয়েছে। গোটা ঘটনার জন্য আমি দুঃখিত।
Leave a Reply