লালমনিরহাট প্রতিনিধিঃ
বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের আলো যুব কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় লালমনিরহাট সদর উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আজ ২৩ জানুয়ারি সকালে লালমনিরহাট বার্তা কার্যালয়ে ৭দিন ব্যাপী গাভী পালন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজিয়া সুলতানা, সভাপতিত্ব করেন তারুণ্যের আলো যুব কল্যাণ সংস্থার সভাপতি শহিদ ইসলাম সুজন।
এ সময় তারুণ্যের আলো যুব কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক তৌসিফ হোসেন রিপন, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী, মহিলা বিষয়ক সম্পাদিকা মিতু আক্তারসহ সংস্থার সদস্য, প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply