ভাঙ্গা প্রতিনিধিঃ
ফরিদপুর – ভাঙ্গা টু বরিশাল হাইওয়ে রোড মহাসড়কের ট্রাক ও পরিবহন সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটনায় ঘটে।১১ ডিসেম্বর রবিবার সকাল সাড়ে ৮ দিকে রাঘদী ইউনিয়ন পরিষদ অফিসের নামক স্থানে ট্রাক ও পরিবহন সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। যশোর- ব- ১১-০১৮২ নং চাকলাদার পরিবহন গাড়িটি বরিশাল থেকে যাত্রী নিয়ে যশোর উদ্দেশ্যের রওনার হয়ে ছেড়ে আসে।,অপর দিক গামীর একটি মালবাহী ট্রাক খুলনা মেট্রো- ট-১১-২১৩৫ নং রাঘদী নামক স্থানে এসে পরিবহন গাড়ি সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে দুটি গাড়ি সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
এবং এ ঘটনায় ড্রাইভার সহ ৫ জন গুরুতর আহত হয়েছে।আহতদের নাম পরিচয় তাৎক্ষণিক ভাবে তাঁদের নাম পরিচয় পাওয়ার যায় নাই।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ তৈয়ুব রহমান বলেন, দুর্ঘটনার খবর পাওয়া মাত্র দ্রুতগতিতে আমরা ও ফায়ার স্টেশনের উদ্ধারকারী দল সহ ঘটনাস্থলে গিয়ে
আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে পাঠাই এর পরে রাস্তার উপর থেকে গাড়ি দুটি সরিয়ে মহা সড়কের যান চলাচল ঠিক করি।
Leave a Reply