ভোলায় শ্যামলী বাসের ধাক্কায় কলেজ ছাত্রীও অটো ড্রাইভার সহ নিহত – ৪
বিশেষ প্রতিনিধি :ভোলা-চরফ্যাশনের খায়ের হাট রাস্তার মাথার সড়কে জয়নগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সংলগ্ন এলাকায় চট্টগ্রাম থেকে আসা শ্যামলী যাত্রীবাহী বাস ও অটোরিকশাকে ধাক্কা দিলে কলেজ ছাত্রীসহ ৪ জন নিহত হয়।
আজ শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান চট্টগ্রামগামী শ্যামলী বাসটি স্পিডে রাস্তা ক্রস করার সময় চলন্ত অটোরিক্সাকে ধাক্কা দেয়।। চলন্ত গাড়িটির ধাক্কায় মুহূর্তের মধ্যেই যাত্রী ড্রাইভার সহ রিক্সাটি খন্ডবিখন্ড হয়ে যায়। এ সময় ঘটনাস্থলে ৪জন নিহত হয়।
নিহতদের মধ্যে দু’জন কলেজ ছাত্রী ও একজন অটোরিক্সার ড্রাইভার ও একজন শিশু যাত্রী বলে জানাযায়।
বোরহানউদ্দিন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মনজুর রহমান নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি ঘটনাস্থলে রয়েছেন। যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়ে যায়।
Leave a Reply