আবদুল কাদের সৌরভঃ
মালয়েশিয়া সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার পরে শুরু হয়েছে নানা নাটকীয়তা, কয়েক দফা আলোচনা করে ও কোন সিদ্ধান্তে উপনীত হতে পারে নাই দলগুলো, রোববার দেশটির রাজা সুলতান আব্দুল্লাহ একটি নোটিশ জারি করেছে এতে বলা হয় সোমবার বিকেলের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন তিনি, ১৫ তম সাধারণ নির্বাচনে কোনো রাজনৈতিক দলই একক সংখ্যা ঘনিষ্ঠ অর্জন করতে পারিনি, তবে মহিউদ্দিন ইয়াসিন এবং বিরোধী দলীয় নেতা ইব্রাহিম আলাদা সংবাদ সম্মেলনে জানিয়েছেন সংখ্যা ঘনিষ্ঠতার দিক থেকে তাদের দুইটি দলই সরকার গঠনের জন্য প্রস্তুত। এদিকে নির্বাচন কমিশনারের সর্বশেষ তথ্য অনুযায়ী বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম জয়ী হয়েছেন ৮২ টি আসন, ন্যাশনাল জোট পেয়েছেন ৭৩ টি আসন,আৱ ক্ষমতাসীন দল পেয়েছেন ৩০ টি আসন, এদিকে এবারের নির্বাচনে নিজ আসনে হেরে গেলেন মাহাথির মোহাম্মদ
oral anastrozole 1mg cheap arimidex order anastrozole 1mg generic