মিথ্যা জবানবন্দিতে ইউপি সদস্যর নামে হলো মাদক মামলা।
জেসমুল হোসেইন শুভ নিজস্ব প্রতিনিধি
মিথ্যা ও মনগড়া তথ্যের ভিত্তিতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য সুজন আহম্মেদ কে মাদক মামলায় ফাসানো হয়েছে।
ঘটনা সুত্রে জানা গেছে , গত ১লা আগস্ট সোমবার রাত ২টার,সময়,হাতীবান্দা,উপজেলার জাওরানী বিজিবি ক্যাম্পের টহল দল টহলের সময় সুদান নামে একজনের একটি মটরসাইকেল তল্লাশি করলে তার কাছে মটরসাইকেলে থাকা ৪৫ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করে।
আটক সুদান চন্দ্র রায় নিজে বাঁচার জন্য বিজিবি’কে জানান, ওই ফেন্সিডিলগুলোর মালিক হলেন ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউ-পি সদস্য সুজন আহম্মেদ।
বিজিবি সুজন আহম্মেদ সহ তিনজনকে আসামি করে হাতীবান্ধা থানায় মামলা দেন। এ বিষয়ে অভিযুক্ত ইউ-পি সদস্য সুজন আহম্মেদ বলেন আমি সুদান চন্দ্র রায় কে চিনিনা। গত কয়েকদিন আগে বিজিবির সঙ্গে আমার কথা কাটাকাটি হয় তারা এই সূত্রে আমার নাম মামলায় অন্তর্ভুক্ত করছে। আমি একজন ইউপি সদস্য, জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমি জনগণের সেবক,আমাকে সবাই চিনতে পারে, আমার নাম্বার যে কারো মোবাইলে থাকতে পারে, আমাকে ফোন দিতে পারে,আমার নির্বাচিত ওয়ার্ড সিমান্ত এলাকার পাশেই তাই ভোটারের বিপদে আপদে সব সময় আমাকে অবস্থান করা লাগে।
আমার নাম বললেই আমাকে আসামী করবে, আমি মাদকের সাথে জড়িত কিনা তার উপযুক্ত প্রমান তো থাকতে হবে। বিজিবি আমার সাথে তো কথা বলতে পারতো। শুধুমাত্র জেদের বশবর্তী হয়ে বিজিবি আমাকে আসামি করছে।
ইউপি সদস্য মাদক মামলার আসামি এবিষয়ে জানতে চাইলে বিজবি কমান্ডার রাব্বি বলেন আমাদের টহল দল যখন আসামিকে ধরি জিজ্ঞাসাবাদ করি কার বাড়ি থেকে এসব আনছো,সে যার বাড়ি থেকে আনছে তার নাম বলে আর সাথে ইউপি সদস্যের নাম বলে।
Leave a Reply