মিস ইন্ডিয়া সিনি শেট্টি
বিনোদন ডেস্কঃ
জমকালো আয়োজনের মধ্য দিয়ে রোববার রাতে মুকুট তুলে দেয়া হলো নতুন মিস ইন্ডিয়ার মাথায়। তিনি সিনি শেট্টি।
ভারতের নানা প্রান্ত থেকে আসা প্রতিযোগীদের মধ্যে থেকে চূড়ান্ত পর্বের জন্য বেছে নেয়া হয়েছিল ৩১ জন প্রতিযোগীকে। সবাইকে পেছনে ফেলে মুকুট জিতে নেন ২১ বছরের সিনি।
ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, কর্নাটকের সিনি শেট্টি অ্যাকাউন্টিং এবং ফিন্যান্সে স্নাতক। নাচের তালিম নিয়ে আসছেন মাত্র চার বছর বয়স থেকে। সব ক্ষেত্রেই পরিবারকে পাশে পেয়েছেন বলে জানান তিনি।
প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন রাজস্থানের রুবাল শেখাওয়াত। দ্বিতীয় রানার আপ উত্তরপ্রদেশের শিনাতা চৌহান।
ভারতীয় সংবাদমাধ্যম আরও জানাচ্ছে, প্রতিযোগীদের সবাইকে রাখা হয়েছিল মুম্বাই। সেখানে তাদের দেয়া হয়েছে নানা ধরনের প্রশিক্ষণ। বিভিন্ন ক্ষেত্রের তারকা অভিজ্ঞতা শেয়ার করা হয়েছে প্রতিযোগীদের সঙ্গে।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন নেহা ধুপিয়া, মালাইকা অরোরা, ডিনো মোরিয়া, মিতালি রাজ।
মিস ইন্ডিয়া থেকে অনেকেই হয়েছেন মিস ওয়ার্ল্ড। অনেকের আবার মিস ওয়ার্ল্ডেই যাত্রা শেষ হয়েছে। কী হবে সিনির, তা সময়ই বলে দেবে।
purchase arimidex without prescription generic arimidex 1 mg arimidex for sale online