নিজস্ব প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে সাতসকালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং আহত হয়েছেন ১০ জন।
মঙ্গলবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে ৭টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের দোয়ালীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, ঢাকা থেকে সাইমন এক্সক্লুসিভ বাসটি যাত্রী নিয়ে দিনাজপুর যাচ্ছিল। পথে দোয়ালীপাড়ায় বিপরীতমুখী একটি লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। এছাড়া আহত হন ১১ জন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে আরও একজনের মৃত্যু হয়। মরদেহগুলো হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Leave a Reply