রাজধানীর উত্তরায়,মাসুম এর নেতৃত্বে প্রকাশ্যে দিবালোকে চাঁদা না দেওয়া ব্যবসায়ীকে মারধর ও দোকান লুটপাট।
স্টাফঃ রিপোর্টার
ব্যাংকের বুথে খুনের ঘটনার রেষ না কাটতেই প্রকাশ্যে
আব্দুল্লাহপুরে লুটপাটের ঘটনায় জনমনে দেখা দিয়েছে আতঙ্ক থানায় অভিযোগ
(রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। নতুন ওসি রাস্তা পরিস্কারের কাজে ও ফেসবুক ভাইরালে পারদর্শী হলেও মানুষের নিরাপত্তার বিষয়ে যথেষ্ট হেয়ালীপনার মধ্যে রয়েছে বলে জানান উত্তরার বিজ্ঞজনরা। তিনি থানায় যোগদানের পরপরই বেশ কয়েকটি খুন ও আত্মহত্যা এবং ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটেছে।) ব্যাংকের বুথে খুন হওয়ার সংবাদ শেষ না হতেই একের পর এক রাজধানীর উত্তরায় ঘটছে মারধর ও লুটপাটের ঘটনা। উত্তরার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিব হাসানের সাথে কথা বললে তিনি জানান, একটি কু-চক্রী মহল বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য রাষ্ট্রকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে এসব অনাকাঙ্খিত ঘটনা ঘটিয়ে জনগণের মধ্যে ভীতির সঞ্চার তৈরি করছে। খোঁজ নিলে জানতে পারবেন যারা এসব ঘটনা ঘটাচ্ছে তারা একাধিক মামলার আসামী। রাজধানী সহ বাংলাদেশের বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে রয়েছে মাদক সহ বড় বড় মামলা। এরাই খালেদা জিয়ার আমলে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছিল। উত্তরা পশ্চিম থানা এলাকার ৯ নং সেক্টরের আব্দুল্লাহ্পুর সংলগ্ন কম্পিউটার দোকানে চাঁদা না দেওয়ায় মনির হোসেন নামে এক কম্পিউটার ব্যবসায়ীকে মারধর ও দোকান লুটপাট করার ঘটনা করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী জানায় , সাংবাদিক পরিচয় দানকারী ব্যক্তিগণ বিভিন্ন সময় আমার কাছে মৌখিক ভাবে চাদাঁদাবী করে আসছিলো। তারা আমার দোকানের ট্রেড লাইসেন্স সঠিক আছে কিনা আমি সরকারকে ইনকাম টেক্স দেই কিনা, এসব বিষয়ে জানতে চাইলে আমার সাথে বিগত দিনে বাকবিতন্ডা হয়। তাদের কথাবার্তার ভাব ছিল তাদেরকে টাকা দিলে সব ঠিক। কিন্তু ব্যবসায়ি মনির হোসেন চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করিলে দোকান লুটপাট করবে এবং কাউকে জানালে তোকে মেরে ফেলব বা দোকানে মাদক রেখে তোকে ফাসিঁয়ে দিবো বলে হুমকি দিয়ে আসছিলো। পূর্ব শত্রুতার রেষ ধরে ১১/০৮/২০২২ আনুমানিক রাত ৯.৩০ সময়। (১) মোঃ মোখলেসুর রহমান মাছুম দৈনিক আজকের আলোকিত সকাল মোবা: ০১৭৫৬৩২৯৪৯৬। (২) মো: আবিদ মাসুদ, দৈনিক প্রথম বেলা, মোবা: ০১৬১৬৬২৬৬৬৬। (৩) মো: রুবেল দৈনিক প্রথম বেলা , (৪) মো: সাগর দৈনিক প্রথম বেলা, মোবা : ০১৬৩৬২৬৫৫৮৫, (৫) হযরত আলী রানা- ০১৮৩৯-১৮৬৪১৩, অজ্ঞাত ৪/৫ জন। ৩৮ মা ভিলা, আব্দুল্লাপুর, উত্তরাপুর্ব থানা, ঢাকা-১২৩০। ১ নং আসামী প্রথমে দোকানে ডুকে কাজের কথা বলে কাছে বসে বাদীকে গলায় চেপে ধরে এর মধ্যে উল্লেখিত ২,৩,৪ নং তালিকা ভুক্ত ব্যক্তিগন জোরপূর্বক দোকানে প্রবেশ করে আমার ক্যাশের ড্রয়ার টান দেয় এবং ড্রয়ারে থাকা ৪৮ হাজার ৭০০ টাকা নিয়ে নেয় , আমি বাধা দিলে আমাকে ও আমার দোকানের স্টাফ মো: ফারুক ও কাজ শিখতে আসা মো: পারভেজ কে এলোপাতাড়ী কিল ঘুষি মারতে থাকে। এমতাবস্থায় আমাদের ডাকচিৎকারে পাশের লোক জন এগিয়ে আসলে টাকা ও ক্যানন ক্যামরা যাহার মুল্য ৩৭,৫০০ ও স্মাট মোবাইল ২টির মুল্য ৭৫০০/- ও ১২০০০ ও কম্পিউটার প্রসেসর ৩ টি ইনটেল যার মূল্য ২২,০০০দ্ধ৩ = ৬৬,০০০/- নিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে আমারা আহত হলে মানুষ জন এসে আমাদেরকে টংগী সরকারী হাসপালে নিয়ে যায় এবং বতমানে চিকিৎসাধীন আছি। জানা যায় এদের বিরুদ্ধে চাদাঁবাজী সহ মাদক ও এমএল এম সহ চাকরী দেওয়ার প্রতারানা মামলা আছে ঢাকার উত্তরা সহ দেশের বিভিন্ন থানায়। এ বিষয়ে গত ১২/০৮/২০২২ ইং তারিখে উত্তরা পশ্চিম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। থানায় যোগাযোগ করলে তারা অভিযোগের বিষয়টির সত্যতা স্বীকার করে। তদন্ত পূবক ব্যবস্থা নিবেন বলে জানায়। উল্লেখ্য ১ নং আসামীর বিরুদ্ধে ২০ হাজার ইয়াবা নিয়ে গ্রেফতার, সরকারী চাকরি নামে লক্ষ লক্ষ হাতিয়ে নেওয়ার প্রতারণা মামলার করলে র্যাব কতৃক গ্রেফতার সহ অন্যান্য আসামীদের বিরুদ্ধেও একাধিক মামলা থাকলেও থানা কতৃপক্ষ মামলাটি কেন এখনো এজাহারভুক্ত করেনি, বিষয়টি খতিয়ে দেখা উচিৎ বলে মনে করেন অনেক ভুক্তভোগীরা।
Leave a Reply