রাজারহাটে সীমানা নির্মানে বাঁধা দিয়ে জমি দখলের অভিযোগ।
স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যানন্দ ইউনিয়নের অন্তর্গত মনশ্বর গ্রামে সীমানা নির্মানে বাঁধা দিয়ে জোর পূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ।
অভিযোগ সুত্রে জানা যায়,
মনশ্বর গ্রামের মোঃ আব্দুল কাদের এর ছেলে মোঃ মনিরুজ্জামানের পৈত্রিক সম্পত্তির উপর সীমানা নির্মান করতে গেলে মোঃ রফিকুল ইসলাম সাদ্দাম,মোঃ আব্দুর রাজ্জাক,মোছাঃ স্নিগ্ধা বেগম,
মোছাঃ রুপজান বেগম ও আলম মিয়া গং মিলে জোর পূর্বকভাবে জমি দখলের চেষ্টা ও সীমানা নির্মানে বাঁধা দেন।
জমির চারপাশে বেড়াটাটি ভাংচুর করিয়া ও সুপারি গাছ সহ চারাগাছ ভাঙ্গীয়া দেয়।
এই বিষয়ে মোঃ মনিরুজ্জামান
জানান,আমার পৈত্রিক সম্পত্তির সীমানা নির্মানের সময় সন্ত্রাসী কায়দায় রফিকুল ইসলাম ও সাদ্দামের গং মিলে বাঁধা দিয়ে আমার সম্পত্তি দখলের পায়তারা করে আসতেছে,এবং আমাকে বাড়ি থেকে বের করে দিবে এমনকি মেরে ফেলার হুমকি-ধামকি প্রদান করে আসতেছে। বর্তমানে আমি আমার পরিবার পরিজন নিয়ে আতংকিত অবস্থায় দিন পার করি।
মোঃ মনিরুজ্জামান আরো জানান,এই সকল জমি-জামা নিয়ে ইউনিয়ন চেয়ারম্যান গ্রাম্য সালিশের মাধ্যমে সীমানা নির্ধারন করেদেন। বর্তমানে আমার সীমানা নির্মানের সামগ্রী টিনের বেড়া সুপারি গাছ ও বিভিন্ন চারাগাছ সহ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে।
এই বিষয়ে রফিকুল ইসলাম সাদ্দাম জানান,আমি ওই সম্পত্তির মালিক তাই সীমানা করতে বাধাঁ দেই।
এই বিষয়ে রাজারহাট থানা অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুলাহিল জামান জানান,
অভিযোগ পেয়েছি তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply