অনলাইন ডেস্কঃ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পায়ে গুলি লেগেছে। তাঁর দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) নেতা ও সাবেক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আজ বৃহস্পতিবার লংমার্চে ইমরান খানকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
পাঞ্জাবের ওয়াজিরাবাদে এই হামলার ঘটনা ঘটে। এ প্রসঙ্গে কথা বলেছেন পিটিআইয়ের আরেক নেতা ইমরান ইসমাইল। তিনি বলেন, ইমরান খানকে লক্ষ্য করে তিন থেকে চারবার গুলি করা হয়েছে।
পাকিস্তানের বল টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান ইসমাইল বলেন, ওই হামলার সময় তিনি ইমরান খানের পাশে ছিলেন। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর পায়ে তিন থেকে চারটি গুলি লেগেছে। এ ঘটনায় পিটিআইয়ের আরেক নেতা ফয়সাল জাভেদ আহত হয়েছেন।
পাকিস্তানে আগাম নির্বাচনের দাবিতে করাচি থেকে রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে লংমার্চ শুরু করেছেন ইমরান খান।
গত শুক্রবার থেকে এই লংমার্চ শুরু হয়। এই লংমার্চে কন্টেইনার ব্যবহার করে বিশেষ গাড়ি তৈরি করা হয়েছে। এই গাড়িতে যাত্রা করছেন ইমরান খান। ইমরান ইসমাইল বলেন, ওই কন্টেইনারের সামনে থেকে এক–৪৭ রাইফেল ব্যবহার করে গুলি চালানো হয়েছে।
cheap arimidex 1 mg buy anastrozole 1mg pills anastrozole 1 mg pill