লালমনিরহাটে prottoyon.gov.bd এটুআই এর নিবন্ধন সনদ নিয়ে প্রতরনা
লালমনিরহাট প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০০৮ সালের ১২ ডিসেম্বর জাতীয় নির্বাচনের ইশতেহারে মিশন ২১ এবং ২০৪১ ঘোষণা করেন। যার প্রধান উপজীব্য ছিল ডিজিটাল বাংলাদেশ। লালমনিরহাট জেলার ৪৫ টি ইউনিয়ন ও দুটি পৌরসভা ডিজিটালাইজেশনের কাজ কয়েকটি আইটি প্রতিষ্ঠান স্থানীয় সরকার মন্ত্রণালয় ও এটুআই এর তত্বাবধায়নে সকল ধরনের কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে।সম্প্রতিক দেখা যাচ্ছে prottoyon.gov.bd নামে একটি প্রতিষ্ঠান আবির্ভাব হয়েছে। তারা নিজেদেরকে সরকারি প্রতিষ্ঠানে দাবি করে নানামুখী প্রতারণা করছেন তাদের এই প্রতারণার কাজকে ত্বরান্বিত করতে চারটি উপজেলা নির্বাহি অফিসার ইউনিয়নের চেয়ারম্যান বরাবর prottoyon.gov.bd নামে একটি প্রতিষ্ঠানকে কাজ দিতে নির্দেশ প্রদান করে। এই পত্র ব্যবহার করে তারা নিজেদেরকে জোরালোভাবে সরকারি প্রতিষ্ঠান বলে দাবি করে লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলায় প্রচার কার্যক্রম শুরু করেছে।
বিভিন্ন পত্রিকায় prottoyon নামের সাথে gov.bd শব্দ ব্যবহার করার বৈধতা নিয়ে প্রশ্ন তোলে। পরবর্তীতে তাদের কাছে বাণিজ্য মন্ত্রণালয়ের জয়েন স্ট্রোকের দেয়া নামের ছাড়পত্র চাওয়া হলে তারা দিতে ব্যর্থ হয়।কিন্তু তারা নিজেকে সরকারি মনে করে।বাকি প্রতিষ্ঠান গুলোকে ভুয়া হিসেবে আখ্যায়িত করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ডিজিটাল সেবার কর্মী কর্মী বলেন তারা Gov.bdনাম ব্যবহার করে অনেক কিছু ফায়দা নিচ্ছে আর বাকি যারা ডিজিটালাইজেশনের কাজ করে তাদেরকে ভুয়া বলে আখ্যায়িত করছে। এটা অবিচার ও অন্যায়।
এ চিঠি বিষয়ে হাতিবান্ধা ইউএনও নাজির হোসেন বলেন,আমি এটুআই এর সনদ দেখে চেয়ারম্যানদের কাজ করতে বলেছি।gov.bd এটা সরকারি বুঝায় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,আমার এই নাম নিয়ে সন্দেহ আছে।তবে এটুআই কি দেখে প্রত্যয়ন দিয়েছে জানা নাই।বিষয়টি আমি দেখছি।
Leave a Reply