লৌহজংয়ে জাতীয় ভোটার দিবস পালিত
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” এ স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনন্দ র্যালী বের করা হয়। এরপর বেলা সাড়ে ১১টায় উপজেলার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল আউয়ালের সভাপতিত্বে ও নির্বাচন কর্মকর্তা রিয়াজ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, কৃষি কর্মকর্তা শরীফুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার প্রমুখ।
ভোটার দিবস পালনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে নির্বাচন কর্মকর্তা রিয়াজ আহমেদ জানান, ভোটার হওয়ার মাধ্যমে একজন নাগরিকের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের পথ সুগম হয়। ভোটার হওয়ার যোগ্যতা অর্জনের সাথে সাথে যেন একজন নাগরিক ভোটার হন, সে বিষয়ে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। কোন ভোটার হাওয়ার যোগ্য নাগরিক ভোটার তালিকা হতে যাতে বাদ না পড়েন এবং কোন কারণে কেউ ভোটার তালিকা হতে বাদ পড়েলে কিভাবে ভোটার হিসেবে থাকলে কিভাবে নাম অন্তর্ভুক্ত করবেন, নিবন্ধনের জন্য কি কি দলিলাদি প্রয়োজন, কোথায় নিবন্ধিত হবেন, কেন ভোটার হবেন, কেন ভোট দেবেন ইত্যাদি বিষয়ে সচেতনতা তৈরি হচ্ছে ভোটার দিবসের মূল লক্ষ্য।
Leave a Reply