শিবগঞ্জ থেকে ১৩ মামলার আসামি আটক।
জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মরদানা এলাকায় থেকে ৩টি ওয়ান শুটার গান, ২টি দেশিয় হাসুয়া ও ১টি ককটেলসহ ১৩ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
আটক ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রহরম হঠাৎপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে মোঃ রাব্বানী (৪০)।
শুক্রবার (১৭ জুন) গভীর রাতে শিবগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের মরদানা মহল্লার জনৈক এরফানের পরিত্যাক্ত টিন শেড বাড়ির সামনে অস্ত্রসহ রাব্বানীকে গ্রেপ্তার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক লে. কর্ণেল রুহ-ফি-তাহমিন তৌকির জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর সদস্যরা শুক্রবার গভীর রাতে শিবগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের মরদানা মহল্লার জনৈক এরফানের পরিত্যাক্ত টিন শেড বাড়ির সামনে অভিযান চালায়।
অভিযানে অস্ত্রসহ ১৩ মামলার আসামি রাব্বানীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩টি ওয়ান শুটার গান, ২টি দেশিয় হাসুয়া ও ১টি ককটেল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক রাব্বানীর বিরুদ্ধে বিভিন্ন থানায় বিস্ফোরক দ্রব্য আইনে ৮টি, অস্ত্র আইনে ২টি এবং মারামারি আইনে ৩টি মামলাসহ মোট ১৩টি মামলা চলমান রয়েছে। এঘটনায় রাব্বানীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply