শিমুলিয়া মাঝিরঘাটের নৌপথে ফেরি সংঘর্ষে নিহত ১ নিখোজ তিন আহত ১০জন
নিজস্ব প্রতিবেদকঃ
শিমুলিয়া মাঝির ঘাটের নৌপথে, শনিবার দিবাগত রাতে ৩:৩০ মিনিটের দিকে, ফেরি বেগম সুফিয়া কামাল ও বেগম রোকেয়ার সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ১০জন গুরুতর আহত হয়েছে, নিহত হয়েছেন একজন, নিখোঁজ রয়েছেন আরো তিনজন
আহতদের উদ্ধার করেছে স্থানীয়রা, চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে আহতদের।
তিন জন নিখোঁজ ব্যক্তিদের কোন নাম ঠিকানা পাওয়া যায়নি তবে ঘটনা স্থানে নিহত হয়েছে একজন, বলে জানিয়েছেন ফেরিতে থাকা ভোক্তভোগী চালক ও যাত্রীরা, ঘটনা স্থানটি যানান মূলপদ্মা নদীতে।
ঘটনা সূত্রে জানাযায় মাঝির কান্দি ঘাট থেকে ফেরি বেগম সুফিয়া কামাল শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় মাঝ পদ্মায় শিমুলিয়া থেকে ছেড়ে আসা ফেরি বেগম রোকেয়া সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোঃ খোকন শিকদার(৪০) পিতা হারুন শিকদার,ঝালুকাঠি জেলা কাঠালিয়া থানার একজন নিহত হয় ।
এ ঘটনায় নিখোঁজ রয়েছেন তিনজন আহত হয়েছে ১০জন আহতদের উদ্ধার করেছে জাজিরা নৌপুলিশ তাদের চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়।
এসময় দুই ফেরির সংঘর্ষে বেগম রোকেয়া ফেরিতে থাকা চারটি গাড়ীর মধ্যে দুইটি প্রাইভেটকার ও একটি হাইস ও একটি পিকআপ ভেঙে দুমরে মুচড়ে যায়।
তবে পিকাপের চালক সহ দুই জন নিখোঁজ রয়েছে বলে জানান ফেরীতে থাকা যানবাহন চালক ও যাত্রীরা।
ফেরি সংঘর্ষের ঘটনায় এক সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে
এ বিষয়ে মুন্সিগঞ্জ নৌ পুলিশের এসপি তানভীর আহমেদ জানান ঘটনাস্থল পরিদর্শন করে সঠিক তথ্য উদঘাটন করে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। তবে বেগম সুফিয়া কামালের মাস্টারদের এখনো পাওয়া যায়নি।
ফেরিতে থাকা ভোক্তভোগী অভিযোগ করেছেন হালকা বৃষ্টি হচ্ছিল এর কারনে মনে হয় ফেরির মাষ্টার ঘুমিয়ে পড়েছিল তারা কোন প্রকার লাইট ,হণের সিংনাল না দিয়েই পদ্মা নদী পারাপার হচ্ছিল এমতাবস্থায় দুই ফেরির সংঘর্ষে হয়।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি কোন উদ্ধৃত কমকর্তারা সাংবাদিকদের কিছু বলতে চাননি।
নিহত ব্যক্তিকে শিমুলিয়া নৌ-পুলিশ লাশটি তার পরিবারের হাতে হস্তান্তর করেন, স্বজনরা লাশটি তার নিজ বাড়ি ঝালুকাঠি নিয়ে যায় নিহত পিকাপ চালকের তিন ছেলে,এক মেয়ে রয়েছে ।
Leave a Reply