মোঃআরিফুল ইসলাম,ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসায় হঠাৎকরে টিউবওয়েল চুরি হয়ে গেছে। এতে মাদ্রাসার সংশ্লিষ্টদের মাঝে চুরির আতঙ্ক বিরাজ করছে। এদিকে টিউবওয়েল চুরি হওয়ায় মাদ্রাসার ছাত্রছাত্রী ও শিক্ষকরা পানি পানে বিপাকে পড়েছেন। মাদ্রাসার পাশের বাড়ি থেকে পানি এনে পানি পানসহ জরুরি কাজ করতে হচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে,০১/১২/২০২২(বৃহস্পতিবার)মাদ্রাসা ছুটি হওয়ার আগে পর্যন্ত টিউবওয়েল যথাযথ স্থানে ছিল। গতরাতে অজ্ঞাত চোরেরা ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের দাসিয়ার ছড়ার শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার ১টি টিউবওয়েল নিয়ে যায়।মাদ্রাসার নাইট গার্ড বলেন আমি গতকাল সন্ধা পর্যন্ত মাদ্রাসায় ছিলাম এর পর বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে যাই রাতে কখন যে চুরি হয়েছে জানিনা।
এ ব্যাপারে জানতে চাইলে শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট বলেন, সকালে মাদ্রাসায় এসে দেখি টিউবয়েলের মাথা নাই।এবিষয়ে ফুলবাড়ী উপজেলা থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে।ফুলবাড়ী থানা জিডি নং-১৮৮
Leave a Reply