শ্রীপুর প্রতিনিধি,
গাজীপুরের শ্রীপুরেে নিখোঁজের তিনদিন পর মা ও শিশু সন্তানের মরদেহের খোঁজ পেয়েছে তার স্বজনরা। নিখোঁজের চারদিন পর তালাবদ্ধ ঘরের ভেতর তাদের মরদেহের সন্ধান পেয়ে পুলিশ খবর দেয়।
শনিবার ৭ জানুয়ারি বিকালে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখন্ড গ্রামের এসিআই ফেক্টরীর পাশে নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত নারী রুবিনা (২৬) উপজেলার কেওয়া পশ্চিম খন্ড এলাকার মো. জোমন মিয়ার স্ত্রী। তার বাবার নাম মো. সিরাজ মিয়া। তিনি বাবার বাড়িতে জমি কিনে বাড়ি করে সেখানেই থাকতেন। ও অপর নিহত ছয় বছর বয়সী শিশু নিহতের ছেলে রিয়াদ।
নিহতের বাবা সিরাজ মিয়া বলেন গত দিন দিন ধরে আমার মেয়ে রুবিনা তার বাড়ির মূল ফটকে তালাবদ্ধ করে চলে যায়। তা ভেবে বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করি। এরপর তার কোন সন্ধ্যা না পেয়ে আমার বড় মেয়ে সেলিনাকে বাড়ির মূল ফটকের তালা ভেঙে সন্ধ্যান করতে বলি। এরপর আজ শনিবার আমার বড় মেয়ে সেলিনাসহ কয়েকজন মিলে বাড়ির মূল ফটকের তালা ভেঙে ঘরে তালাবদ্ধ পাওয়া যায়। এরপর ঘরের তালা ভেঙে আমার মেয়ে রুবিনা ও নাতী রিয়াদের মরদেহ দেখতে পায়।
নিহতের বোন সেলিনা জানান, গত কয়েকদিন আগে আমার বোনের সঙ্গে তার স্বামীর সঙ্গে ঝগড়াঝাঁটি করে চলে যায়। এরপর দু’দিন পর রাতে বাড়িতে ফিরে আসে বলে জানিয়েছেন আমার বোন। ধারণা করা হচ্ছে আমার বোনকে তার স্বামী হত্যা করেছে।
স্থানীয় বাসিন্দা নবী হোসেন বলেন, নিহতের বাড়িতে চারদিন ধরে তালাবদ্ধ, ওঁরা মা ছেলেও নিখোঁজ। খোজাখুজির এক পর্যায়ে স্বজনদের সন্দেহ হলে ঘরের তালা ভেঙেও ঘরে প্রবেশ করতে পারেনি। এরপর দরজা ভেঙে দেখে ভেতর দিয়ে তালাবদ্ধ অবস্থায় আছে। আর মেঝেতে পড়ে রয়েছে দু’টি মরদেহ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, মরদেহের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply