গাজীপুরের শ্রীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা ও নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার ০৫ নভেম্বর পৌরসভার মাধখলা পূর্ব পাড়া এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন হামলার শিকার ঐ নারী মোছাঃ রুমা আক্তার।
অভিযুক্তরা হলেন মাধখলা এলাকার দুলাল মিয়ার দুই ছেলে মোঃ ইমন, ও রিমন, মৃত বারেক ডাক্তারের দুই ছেলে দুলাল, ও আমির আলী, আমির আলীর ছেলে ওয়াদুদ সহ আরো ৩/৪জন।
এঘটনায় আহত রুমা আক্তার জানান, অভিযুক্তরা খুবই খারাপ প্রকৃতির লোক এদের বিরুদ্ধে বিভিন্ন মামলা মোকদ্দমা রয়েছে। এরা সন্ধ্যায় পরিকল্পিত ভাবে লাঠি লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে আমার বসতবাড়িতে হামলা চালায়। আমি বাধা দিলে আমাকে পিটিয়ে আহত করেন। আমার ঘরে থাকা নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং সোনাদানা নিয়ে যায়।
শ্রীপুর থানার উপপরিদর্শক সোহেল আল মামুন জানান, অভিযোগ পেয়েছি তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply