নদীতে সাঁতার শিখতে হলে
আগে নামো হাঁটু জলে,
পারো কি না পারো
দেখো শত শত বারো ।
আঁষাঢ়ের খাল বিলের ঢালে
ভেসে যাবে না কেউ জলে ,
অলসতায় করো না হেলা
বিপদ আসলে পাবে নাকো ভেলা ।
অলস অধম আঁধমরা যারা
কিছুই পারে নাকো তাড়া ,
মিছা মিছি ঘরে বসে
তাড়া করে খেলা ।
কপালে হাত দিয়া হাঁয়
দূঃখে জনম যায় ,
সমাজে ঘৃর্না করে
তারে নাহি পিঁছু ধরে ।
anastrozole without prescription oral anastrozole 1 mg anastrozole over the counter