হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের নাচনী ঘগোয়া গ্রাম হতে একটি বিরল প্রজাতির শকুন উদ্ধার করেছে বন বিভাগের কর্মকর্তারা। গত মঙ্গলবার বিকালে ওই গ্রামের স্থায়ী বাসিন্দা শামীম মিয়া ও ফরমান আলী শকুনটিকে একটি পরিত্যক্ত ভুমিতে পড়ে থাকতে দেখে। পরে তারা দুইজন মিলে শকুন আটক করে বাড়িতে নিয়ে আসে। তাদের দাবি প্রচন্ড ঠান্ড এবং হিমেল হাওয়ার কারণে শকুনটি আকাশে উড়তে না পেয়ে মাটিতে পড়ে যায়। খবর পেয়ে গাইবান্ধা জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম শফিকুল ইসলাম মন্ডল শকুনটি উদ্ধার করে দিনাজপুর পরিচর্যা কেন্দ্রে পাঠিয়েছেন। এর আগে শকুনটিকে উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরে নিয়ে প্রথামিক চিকিৎসা প্রদান করা হয়।
সুন্দরগঞ্জ ডিড রাইটার ডি ডব্লিউ সরকারি কলেজের প্রাণি বিদ্যা বিভাগের প্রভাষক শাফিউল ইসলাম জানান, শীতকালে সাইব্রেরিয়া হতে কিছু সংখ্যক অতিথি পাখি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমন করে। সেই ধারাবাহিকতায় বিরল প্রজাতির এই শকুনটি বাংলাদেশে এসেছিল। প্রচন্ড ঠান্ডার কারণে সে মাটিতে পড়ে যায়।
বার্তা প্রেরক,
মোঃ হযরত বেল্লাল
উপজেলা প্রতিনিধি
সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
০১৩১৫-৭৭২৮৩৫
তারিখঃ ১১/০১/২০২৩ খ্রিঃ।
Leave a Reply