হাকিমপুরে ১ নং খট্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হ য র ল ব অবস্থা।
দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ১ নং খট্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মুসলিমা বেগম এর দায়িত্ব ও কর্তব্যের অবহেলার কারণে বিদ্যালয়টির হ, য, র, ল, ব অবস্হা।
স্বরেজমিনে গিয়ে দেখা গেছে চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে শিশুর শ্রেণিকক্ষের ডবল ক্লাস নেওয়া সহকারি শিক্ষক মোঃ মন্জুর রহমান পান চাবাইতেছেন আর ছাত্র ছাত্রীরা ইচ্ছামত নিজ খেয়াল খুমি মত পড়তেছেন। তৃতীয় শ্রেণীতে কয়েকজন ছাত্র ছাত্রী আসেন শিক্ষক নেই প্রধান শিক্ষক মুসলিমা বেগম মুঠোফোনে আলাপ নিয়ে ব্যস্ত।
বিদ্যালয়ের ৩য় শ্রেনিতে শ্রেণিকক্ষে ছাত্র-ছাত্রীদের ক্লাস নেওয়ার কোন বোর্ড নেই।শ্রেণিকক্ষ প্রত্যন্ত নোংরা পরিবেশে ছাত্র-ছাত্রীদের ক্লাস নেয়া হচ্ছে।
এদিকে নতুন ভবনটি উদ্বোধন না হলেও ভবনটির বেহাল দশা।অবন্টি পরিষ্কার কুসুমদোলা করা ভবনটি একেবারে নোংরা পরিবেশে রয়েছে।আজ ১৬/০৮/২২ ইং তারিখের হাজিরা ছাত্র-ছাত্রীদের হাজিরা ৪১দশমিক ৩৭ পারসেন্ট।
শিশু শ্রেণীতে ২০জনের মধ্যে ৪জন, ,১ ম শ্রেনীতে ৯ জনের মধ্য ৫ জন,২য় শ্রেনিতে ১৪ জনের মধ্যে ৫ জন,৩য় শ্রেনীতে ১৫ জনের মধ্যে ৮ জন, ৪র্থ শ্রেণীতে ২০ জনের মধ্যে ১০ জন
পঞ্চম শ্রেণীতে ১০ জনের মধ্যে ৪ জন। প্রধান শিক্ষক মোছাঃ মুসলিমা বেগম এর দায়িত্ব ও কর্তব্যের অবহেলার কারণে বিদ্যালয়টির হ, য, র, ল, ব অবস্হা।
স্বরেজমিনে গিয়ে দেখা গেছে চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে শিশুর শ্রেণিকক্ষের ডবল ক্লাস নেওয়া সহকারি শিক্ষক মোঃ মন্জুর রহমান পান চাবাইতেছেন আর ছাত্র ছাত্রীরা ইচ্ছামত নিজ খেয়াল খুমি মত পড়তেছেন। তৃতীয় শ্রেণীতে কয়েকজন ছাত্র ছাত্রী আসেন শিক্ষক নেই প্রধান শিক্ষক মুসলিমা বেগম মুঠোফোনে আলাপ নিয়ে ব্যস্ত।
বিদ্যালয়ের ৩য় শ্রেনিতে শ্রেণিকক্ষে ছাত্র-ছাত্রীদের ক্লাস নেওয়ার কোন বোর্ড নেই।শ্রেণিকক্ষ প্রত্যন্ত নোংরা পরিবেশে ছাত্র-ছাত্রীদের ক্লাস নেয়া হচ্ছে।
এদিকে নতুন ভবনটি উদ্বোধন না হলেও ভবনটির বেহাল দশা।অবন্টি পরিষ্কার কুসুমদোলা করা ভবনটি একেবারে নোংরা পরিবেশে রয়েছে।আজ ১৬/০৮/২২ ইং তারিখের হাজিরা ছাত্র-ছাত্রীদের হাজিরা ৪১দশমিক ৩৭ পারসেন্ট।
শিশু শ্রেণীতে ২০জনের মধ্যে ৪জন, ,১ ম শ্রেনীতে ৯ জনের মধ্য ৫ জন,২য় শ্রেনিতে ১৪ জনের মধ্যে ৫ জন,৩য় শ্রেনীতে ১৫ জনের মধ্যে ৮ জন, ৪র্থ শ্রেণীতে ২০ জনের মধ্যে ১০ জন
পঞ্চম শ্রেণীতে ১০ জনের মধ্যে ৪ জন।
Leave a Reply