আমিনুর রহমান,
নিজস্ব সংবাদমাধ্যমঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুনের বিরুদ্ধে উপজেলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহারকে মারধর, শ্লীলতাহানি, অফিস ভাংচুর অভিযোগে এবং তিস্তা নদীর তীরে বাঁধ চাই এ স্লোগানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকাল ৩ ঘটিকার সময় উপজেলার দোয়ানী তিস্তা ব্যারেজ এলাকায় ভাইস চেয়ারম্যান জেসমিন নাহারের সমর্থকরা বিক্ষোভ ও মানববন্ধন করেন।
উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু ও মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার,গড্ডিমারী ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল প্রমুখ।
উল্লেখ, গত সোমবার টিআর, কাবিখা নিয়ে হাতীবান্ধা উপজেলা পরিষদের ভিতরে উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন ও ভাইস চেয়ারম্যান জেসমিন নাহারের মধ্যে অশ্লীল ভাষায় গালিগালাজ, মারধর সহ অফিস ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান একে অপরকে দায়ি করেন।
পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুনকে আসামী করে ৮ জনের বিরুদ্ধে মারধর ও শ্লীলতাহানির অভিযোগের সুত্র ধরে মহিলা ভাইস চেয়ারম্যান স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
মোঃ আমিনুর রহমান,
নিজস্ব সংবাদমাধ্যমঃ
হাতীবান্ধা, লালমনিরহাট।
Leave a Reply