আমিনুর রহমান
নিজস্ব সংবাদমাধ্যমঃ
লালমনিরহাট হাতীবান্ধা উপজেলায় পুকুরের পানিতে ডুবে সোয়াইব নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব-সাড়ডুবি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু একই এলাকার সাঈদুর রহমানের পুত্র।
জানা গেছে, আজ সকালে বাড়ির বাইরে খেলতে যায় শিশু সোয়াইব। বেশ কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার পরিবারের লোকজন। একপর্যায়ে কিছুক্ষণ পর বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পরিবারের লোকজন শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply