আমিনুর রহমান,
নিজস্ব সংবাদমাধ্যম ঃ
হাতীবান্ধায় গত ১৯ নভেম্বর বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে সিন্দুর্না ইউনিয়নের উপ-নির্বাচনে কে পাচ্ছেন নৌকা প্রতীক শিরনামে প্রকাশিত নিউজে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান নুরল আমিনকে রাজাকারের পুত্র বলায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
প্রতিবাদ লিপিতে তিনি দাবী করেন, তার পিতা মরহুম আব্দুল গফুর (সাবেক ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান)কে লালমনিরহাট প্রকাশিত তালিকায় যে রাজাকার দাবী করছে সেটা সম্পুর্ন মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। তিনি উক্ত নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান জানান। তিনি দাবী করেন, তার পিতা মরহুম আব্দুল গফুর রাজাকার হওয়া তো দুরের কথা তার দ্বারা কখনই কোন অন্যায় অবিচার হয়নি। তার মৃত্যুর আগ মহুর্ত পর্যন্ত তিনি জনগণের সেবায় নিজেকে নিয়জিত রেখেছিলেন।
জনাব নুরুল আমিন বলেন, আসন্ন ইউপি উপ-নির্বাচনে ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে একক প্রার্থী হিসেবে মনোনীত করে তার নামের তালিকা আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে পাঠিয়েছে। সামনের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে তিনি বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হবেন দেখে একটি মহল তার ঈর্ষান্বিত হয়ে সাংবাদিকদের বিভ্রান্ত তথ্য দিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি আরও বলেন যে, চেয়ারম্যান থাকাবস্থায় তিনি সিন্দুর্না ইউনিয়নের ব্যাপক উন্নয়ন করেছেন। লালমনিরহাট ০১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের মাধ্যমে ব্যাপক উন্নয়ন করেছি এবং সরকারের সকল প্রকার উন্নয়ন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করেছেন বলে দাবী করেন তিনি। যার মধ্যে উল্লেখযোগ্য হলো, হাতীবান্ধা হাটের উন্নয়ন, পাঠানবাড়ী ব্রীজ নির্মাণ, হলদিবাড়ী রাস্তা পাকা করণ ও ব্রীজ নির্মাণ, খতিব চেয়ারম্যান বাড়ির পশ্চিম পাশে ব্রীজ নির্মাণ, অন্ধকারে তলিয়ে থাকা ইউনিয়নকে স্ট্রিট সোলার লাইটের মাধ্যমে আলোকিত করন, রেল লাইনের পাশের রাস্তা পাকাকরণ, ড্রেনের ব্যবস্থা করন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়নসহ চরাঞ্চলে শিক্ষার হার বৃদ্ধিতে ভুমিকা রাখাসহ চরঞ্চলের প্রতিটি বাড়িতে সোলার লাইটের মাধ্যমে আলোকিত করেছেন।
তিনি আরও বলেন, প্রতিপক্ষ তার বিরুদ্ধে যতই অপপ্রচার চালাক না কেন এতে তার জনপ্রিয়তায় কোন ঘাটতি হবে না। নৌকা প্রতীক নিয়ে তিনি বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হবেন বলে তিনি প্রতিশ্রুতি দেন।
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানান,
মোঃ নুরুল আমিন।
সাবেক চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক,
বাংলাদেশ আওয়ামী লীগ, সিন্দুর্না ইউনিয়ন শাখা। হাতীবান্ধা, লালমনিরহাট।
মোঃ আমিনুর রহমান,
নিজস্ব সংবাদমাধ্যমঃ
হাতীবান্ধা, লালমনিরহাট।
Leave a Reply